১।
অনেক দিন পর আবার নিয়ে এলাম মোবাইলে উঠানো ছবি। এবার শুধু ফুলের ছবি। বসন্ত ফুল- শীতের মাস থেকে শুরু করে বসন্ত পর্যন্ত এখানে সেখানে বাগানে অলিগলিতে বাড়িতে টবে ফুলে থাকে হলুদ বাসন্তি গাঁদা। বিভিন্ন জাতের গাঁদা দেখতে পাওয়া যায় । বড় গাঁদাগুলো বেশী সুন্দর লাগে। হাতের মুঠোয় এনে রাখতে ইচ্ছে করে। এখন পর্যন্ত গাছ থেকে ফুল ছিঁড়িনি। মায়া লাগে ছিঁড়তে। আজ আর ফুলের একেকটি ছবির সাথে কথা সেঁটে দিলাম না। শুধু ফুল দেখুন আর চোখ জুড়িয়ে নিন। আশাকরি বসন্ত দিন মনের মাঝে হলুদ প্রজাপতিরা ওড়াউড়ি করবে। গাঁদা ফুলের ছবিগুলো আমাদের কলোনীর বাগান থেকে তোলা। আশাকরি ভাল লাগবে।
এই দেখো না হাতে আমার -ফুলের গুচ্ছ রাখি
ডাকবো নাকো মুখে আমি-ডাকছে তোমায় আঁখি।
তোমার জন্য হলুদ ফুলের -সুভাস নিয়ে আসছি
আসবে তুমি অপেক্ষাতে-সুখের খেয়ায় ভাসছি।
চারিদিকে সবুজ বৃক্ষ-সজীবতায় হারাই
তোমার কাছে যেতে বন্ধু -সামনে দু'পা বাড়াই।
বসন্ত রঙ দুপুর বেলা-আইসো পলাশ বনে
রাঙাবো আজ তোমায় প্রেমে-সুখের অনুক্ষণে।
মুগ্ধ হাসি ঠোঁটে আমার-ঝরছে দেখো এসে
হাসির বন্যায় সুখ সাগরে-যাবে তুমি ভেসে।
শুধু তুমি এই আঁখিতে-আঁখি রেখো স্বস্তির
স্পর্শ পেতে লাগছে বড্ড-আমায় যে আজ অস্থির।
২।
৩।
৪।
৫।
৬।
৭।
৮।
৯।
১০।
১১।
১২।
১৩্।
১৪্।
১৫্।
১৬।
১৭।
১৮।
১৯।
২০।
২১।
২২।
২৩।
২৪।
২৫।
২৬।
২৭।
২৮।
২৯।
৩০।
৩১্।
৩২।
৩৩।
৩৪।
৩৫।
৩৬।
৩৭।
৩৮।
৩৯।
৪০।
৪১।