Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

কম দামি সার্ভার কিনতে চাই টেস্টিং এর জন্য

$
0
0

বাসায় ব্যবহার করার জন্য used/refurbished সার্ভার কিনতে চাই।  স্পেসিফিকেশন: কোয়াড কোর অথবা বেশি, ১৬ জিবি অথবা বেশি র্যাম, ১৪৬ জিবি অথবা বেশি স্টোরেজ।

ঢাকা তে কোথাও পাওয়া গেলে ভালো হতো। আমাজন এ দেখলাম একটা, দাম ১৬০ ডলার এর মত পড়বে। কিন্তু ঢাকা তে আন্তে সো সমস্যা. ঢাকা তে ১৫,০০০ - ১৬,০০০ টাকা এর মধ্য পাওয়া গেলে বেস্ট হয়
কারো জানা থাকলে জানিয়েন।


[ভার্চুয়ালিজশন নিয়া কাজ করতে চাই। হালকা ট্রেনিং আছে]


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>