অনেক বছর পর আবারো দ্বিতীয় বারের মত চ্যাম্পিয়ন্স ট্রপিতে খেলার সুযোগ পেল বাংলাদেশ।এবার বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড,অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।বিসিবি সভাপতি বলেছেন,রাংকিং এ ৫ নম্বরে ওঠাই আমাদের লক্ষ্য।১ জুন বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড।সেই ম্যাচে জিতলে বাংলাদেশের ৫ এ উঠা খুব সহজ হবে।তাই সেই ম্যাচটাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন ক্রিকেটাররা।মুস্তাফিজকে প্রস্তুতি ম্যাচে বিশ্রাম দিয়ে ভালোই করেছেন কোচ।আশা করা যায় ইংল্যান্ডের বিপক্ষে মুস্তাফিজের জলক দেখা যাবে। আরেকটা খুশির খবর হলো বাংলাদেশ ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলার সু্যোগ পেয়েছে।
↧