তুমি কখনই বলোনি, " অপেক্ষা করো"
আমি নিেজ করেছি সেচ্ছায়
বার বার বহুবার
অসংখ্য মুর্হত তোমার অপেক্ষায়
কাটিয়েছি,শেষ হয়েছে বেলা
এসেছে রাত যে কখন,খেয়াল করিনি
কি আশ্চর্য, কি মধুময় এ অপেক্ষা
যা পার করেছে সেকেন্ড সহেজেই
আনমনে থেকেছি সময় অসময়
ভেবেছি তোমাকে,থেকেছি মোহময়
হায়! আজ তার এ প্রতিদান?
বেশ,তোমার এ দান গ্রহন করলাম
নীরবে,অশ্রুকে গোপন রেখে
আবেগ কে শক্ত করে
ফিরে এলাম,অপেক্ষা করবো না বলে।।।
↧
অপেক্ষা
↧