এই,শোনো?
হুম,বলো!
এই যে কাগজ,তাতে লিখা যে কবিতা,
তোমার জন্য।
নেবে? বলো বলো?
কেন নয়? কার লিখা? তোমার বুঝি?
সত্যি বলতে,আমার না।আমার প্রিয় কবির লিখা
খুব সুন্দর কিছু পঙ্গক্তি,তোমাকে দিলাম
" হয়তো দুজন হারিয়ে যাবো,ফুরিয়ে যাবো"।
হারবে? বলো বলো?
কোথায় আর হারাবো বলো?
তোমার মাঝেই তো হারিয়ে আছি
আছি,থাকবো।ইচ্ছে করেই-
তুমি চাইলেও হারবো,না চাইলেও
বার বার হারবো আমি
তোমার মাঝে নিজেকে
আপত্তি আছে?
তুমি কি আপত্তি মানবে? বলো?
হি হি হি।মানবো না, মানবো না।
আমি তো জানি,মানবে না তুমি
শত বাধা,আপত্তি আসুক না কেন
হারবে তুমি।
সত্যিই তাই,হারবো,বার বার ই হারবো
ভালোবাসি যে!
↧
হারাবো
↧