তোমার দেওয়া গোলাপগুলো
আজও আছে,বইয়ের ভাজে
খুব যতনে,
শুধু একটু শুকিয়ে গেছে
লাল রং টা বদলে গিয়ে
শুকনো কালো রং হয়েছে
রাগ করলে? আমার কি দোষ?
এই ত নিয়ম।।
ভুলো বুঝো না
খোদার কসম,রেখেছি তারে
খুব গোপনে,তোমার মতন।
↧
তোমার মতন
↧