কবিতাটা আমার মেজ বোন এর লিখা।আমার পুচকে বোন কে উদ্দেশ্য করে,যার নাম সাজানা।আমি এই প্রজন্ম ফোরামে কবিতাটা শেয়ার করলাম।আশা করছি,আমার বোন এর লিখা সবার ভালো লাগবে।
"নাম তার সাজানা
কলা ছাড়া বাচেঁ না
সে এসে শুধু বলে
আপু আপু আপু
রেগে মেগে আমি বলি-
কি করবো বাপু?
সে বলে,"আপু,প্লিজ
করে দাও না হোমওয়ার্ক টা।"
আমি বলি,নিজের কাজ
নিজেরই উচিত করাটা।
সে বলে,পায়ে ব্যাথা
পারবে না লিখতে
আমি বলি, ফাকিঁবাজির
হয়েছে বলিহারি।।