আমার একটা সংসার ছিলো
"ছিলো" বলাটা মিথ্যে বলা হয়
এখনও আছে
মৃত্যুর সাথে শেষ হবে সে সংসার।
আমার একটা সংসার ছিলো
সংসারে ছিলাম,আমি তুমি আর...
ছোট ছোট অনেক স্বপ্ন
লাল ফিতে,ভাংগা চুড়ি ও আয়না
আরো ছিলো কালো টিপ
আয়নাতে শোভা পেত
সময় অসময়।
আমার একটা সংসার ছিলো
সংসারে ছিলো সুবাশিত খোলা চুল
আর লাল পেড়ে সাদা শাড়ি
প্রায়শই শার্টে পাওয়া যেত
আলতো ঠোঁটের ছোয়ার প্রমাণ।
আমার একটা সংসার ছিলো
সংসারে ছিলাম,আমি তুমি আর...
অনেক ভালোবাসা।
আজ ও আছে সংসার
আছি আমি।
স্বপ্ন,ভাংগা চুড়ি,কালো টিপ আর ফিতে
সাথে আছে লাল পেড়ে সাদা শাড়িও
শুধু,লাল ফিতে কেউ রেশম চুলে বাধে না
লাল পেড়ে শাড়িটা আর দড়িতে মেলে না
আয়নায় আর কোন কালো টিপ থাকে না
সংসার টা আজও আছে
সাথে আমিও
অনেক স্মৃতি ও আছে
তোমার আমার।
সব আছে,আগের মতই
আমি,স্বপ্ন,ভালোবাসা
শুধু তুমিই নেই
এই আমাদের সংসারে।।
↧
সংসার
↧