জানো,আমার ও লোভ হয়
তোমার ওই কঠিন হাতে
কোমল পরশ বোলাতে।
বড্ড লোভ হয়,তোমার রোদে পোড়া
শরীরটায় নিজেকে মেশাতে।
লোভ হয়,তোমার চোখে চোখ রাখতে
লোভ হয়,তোমার আঙ্গুল ধরে হাটতে
লোভ হয়,তোমার ক্লান্ত শরীর ধরে ঘুমুতে
লোভ হয়,বড্ড লোভ হয়
আচ্ছা,এ লোভের জন্য কি
ঈশ্বর আমাকে শাস্তি দেবে?
সমাজ কি এ লোভ মানবে?
আচ্ছা,আমার এই লোভ টা কি
খুব অন্যায় এর?
খুব অপরাধের?
আমি জানি না,কিছুই জানি না
এ ছোট জীবনে এটাই আমার লোভ
তোমাকে পাওয়ার লোভ।
↧
লোভ
↧