Quantcast
Viewing all articles
Browse latest Browse all 15150

এসো

আসো একটা রাত নাহয় দুজনে মিলে জাগি
মৃদু বাতাস ঠান্ডা করুক তোমার শরীর
গোলাপের সুবাস মোহিত করুক তোমাকে
আসো একটা রাত নাহয় দুজনে মিলে
ভালোবাসি।
যদি আকাশের চাঁদ,ঝিঁঝিঁ পোকার ডাক
আমাদের সঙ্গী হয়
রাগ করবে কি?
যদি দক্ষিনের ঠান্ডা বাতাস তোমাকে কাবু করে
আনমনে আমাকে জড়িয়ে ধরবে কি?
আচ্ছা,ভালোবাসাটা কি হবে একতরফা?
শুধু আমি না হয় তুমি?
নাকি দুজনে মিলে ভালোবাসবো দুজনাকে,
হারাবো নিশ্বাসে প্রশ্বাসে।
ধীরে ধীরে...


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles