আমি কবি হলে, তুমি হতে আমার কবিতা
কবিতার সব শব্দ হতো শুধু তোমার জন্য
আমার কলমের কালি লিখতো শুধু তোমাকেই
বিশ্বাস করো।
আমি যদি শিল্পী হতাম,আমার ছবি হতে তুমি
আমার রংগুলো রাঙ্গাত তোমাকে
সকালের মিস্টি রোদ বা পড়ন্ত বিকেল এর
ছবি হতো তোমার নামে
আমি গায়ক হলে, গাইতাম তোমাকে নিয়ে
আমার সব সুর তাল হতে তুমি
আমি ভাস্কর হলে,আমার এ হাত
গড়াতো শুধু তোমাকেই
আমি নই কোন কবি,কোন শিল্পী
নই কোন গায়ক
অতি সাধারণ,শুধু তোমারই একজন।
↧
তুমি
↧