সুখ-দুঃখ
গোলাম রব্বানি।
সুখেও হাসি দুখেও হাসি
হাসির নাইকো শেষ।
হাসির নাওয়ে ভাসি আমি
এই যে আমার বেশ।
সুখ কুরায় একহাতে মোর
দুঃখ কুরায় দুই।
সুখের রাজ্যে থাকি আমি
দুঃখ আমার সই।
সুখ দুঃখ একসাথে ভাই
ভাগ করিয়া লয়।
#MM_Rabbani
↧
সুখ-দুঃখ
↧