Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

এপিগ্রাম ইন “অনীশ”

$
0
0

বইয়ের নাম : অনীশ
লেখক : হুমায়ূন আহমেদ
লেখার ধরন : মিসির আলি বিষয়ক উপন্যাস
প্রকাশনা : অনুপম প্রকাশনী
প্রথম প্রকাশ : ১৯৯২ ইং
পৃষ্ঠা সংখ্যা : ৫৯
https://previews.pdf-archive.com/2017/05/04/onish/preview-onish-1.jpg


বই পড়ার সময় এপিগ্রাম গুলি সহজাত ভাবেই আমার চোখে পড়ে, আর সেগুলিকে আলাদা করে টুকে রাখাটা আমার স্বভাব। শত শত বইয়ের এপিগ্রাম লেখা আছে আমার কাছে। এখনও বই পড়ার সময় এই অভ্যাস নিরবে কাজ করে যায়। তারই ফল আজকের এই উপন্যাসের এপিগ্রাম সমুহ।

=========================================================================

১। আজকাল কথাতে কিছু হয় না।

২। বড় রকমের অসুখ বিসুখের সময় মানুষের মন নরম থাকে।

৩। আমরা প্রিয়জনদের অবহেলাতে কষ্ট পাই।

৪। যারা কথা বেশি বলে তারা গুছিয়ে কিছু বলতে পারে না।

৫। অসুস্থ অবস্থায় কোন কিছুতেই মন বসে না।

৬। যে কোন রোগের জন্যই বিশ্রাম একটা ভালো ঔষধ।

৭। অসুস্থ মানুষকে প্রকৃতি খুব প্রভাবিত করে।

৮। পরিবেশেরও রোগ নিরাময়ের ক্ষমতা আছে।

৯। ভালোবাসার অত্যাচার, কঠিন অত্যাচার। একে গ্রহণও করা যায় না আবার বর্জনও করা যায় না।

১০। রূপবতীদের পাত্রের অভাব কখনো হয় না।

১১। মানুষের মানিয়ে নেয়ার ক্ষমতা অসাধারণ।

১২। শরীর থেকেও ভালোবাসা জন্ম নিতে পারে।

১৩। মানুষের মন যেমন বিচিত্র, তার শরীরও তেমনি বিচিত্র।

-------------------------------------------------------------- সমাপ্ত --------------------------------------------------------------


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>