বন্ধু যদি রাগ করো
কস্ট আমি খুব পাবো
বন্ধু আমার অভিমানী
অভিমানটা কম করো।
হয়তো কথার মাঝখানে
গল্প বলার ছলে
কস্ট দিয়ে থাকলে তোমায়
আমায় তুমি মাফ করো।
হাতটা দিয়ে ধরছি দু'কান
বলছি সরি বারংবার
রাগটা তুমি তুলে নিেয়
আবার আমার হাত ধরো।
বন্ধু আমার অভিমানী
অভিমানটা কম করো।