দূর আকাশের পানে চেয়ে আছি,
কারো অপেক্ষায়,একটু নির্জনতায়
এই বুঝি এলো, এইতো খুব চেনা,
অপেক্ষার প্রহর ফুরালো বুঝি?
কিন্তু না না
সে ত ভালোবাসার অপেক্ষা।
এ অপেক্ষা ফুরাবার যে না-
আমার এ কোমল মন
তা তো বোঝে না।।
↧
অপেক্ষা
↧