অশ্রু তুমি এখন মূল্যহীন
তার প্রচন্ড কঠোরতার কাছে
অশ্রু তুমি আর পারো না
সিক্ত করতে-
তার কঠোর হৃদয়টাকে।
আর তাই,
আমি চাই না
তুমি আর নস্ট হও; অযথাই
যে আর ফিরবে না
কখনই,
তার জন্য।
↧
মূল্যহীন অশ্রু
↧
অশ্রু তুমি এখন মূল্যহীন
তার প্রচন্ড কঠোরতার কাছে
অশ্রু তুমি আর পারো না
সিক্ত করতে-
তার কঠোর হৃদয়টাকে।
আর তাই,
আমি চাই না
তুমি আর নস্ট হও; অযথাই
যে আর ফিরবে না
কখনই,
তার জন্য।