Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

কিছু কপি পেষ্ট জোকস, সিজন ২

$
0
0

সিজন ১ ডিলেট খাইছে তাই এবার মার্জিত ভাষায় এডিট করেদিলাম। কিন্তু মজা পাওয়া গেরান্টি নাই.। sad

ইতিহাসের ক্লাশ চলছে . . .

শিক্ষকঃ তুমি কি জানো, চেঙ্গিস খান কে?
ছাত্রঃ না স্যার!

শিক্ষকঃ জানবে কিভাবে? যদি পড়াশুনায় মনোযোগ দিতে তাহলে ঠিকই জানতে।
ছাত্রঃ স্যার আপনি কি জানেন শামসু কে?

শিক্ষকঃ না তো!
ছাত্রঃ জানবেন কিভাবে?

‘যদি আপনার স্ত্রীর দিকে মনোযোগ দিতেন তাহলে ঠিকই জানতেন’ !!


আবুল গেল তার জ্যোতিষ বাবার কাছে। ডান হাত বাড়িয়ে বললোঃ
‘বাবা! আমার ডান হাত চুলকায়। কী আছে সামনে বলেন?’
জ্যোতিষ বাবা উত্তর দিলোঃ ‘তোর অর্থ প্রাপ্তি সুনিশ্চিত!’
আবুল বললোঃ ‘বাবা বাম হাতও চুলকায়!’
জ্যোতিষ বাবা বললোঃ ‘কী বলিস! তোর আরও অর্থ আসবে!’
আবুল আনন্দিত গলায় বললোঃ ‘বাবা বাবা, আমার ডান হাঁটু চুলকায়!’
জ্যোতিষ বাবা কইলোঃ ‘তোর বিদেশ যাত্রা হবে!’
খুশিতে গদগদ আবুল মহা উৎসাহের সাথে বললোঃ ‘আমার বাম হাঁটুও চুলকায়!’
এবার বিরক্ত হয়ে জ্যোতিষী বাবা বললোঃ 

‘ওরে ব্যাটা !! তোর তো বিখাউজ হয়েছে রে ’ !!

নেট প্র্যাকটিস করছে বাংলাদেশ ক্রিকেট দল।
প্রতিটা ব্যাটসম্যানই বারবার বাজে শট খেলে আউট হয়ে যাচ্ছে।
দূরে দাঁড়িয়ে দেখছিলেন দলের হিটার ব্যাটসম্যান তামিম ইকবাল।
মাথা ঝাঁকাতে ঝাঁকাতে এসে হতাশ ভঙ্গিতে বললেনঃ
‘নাহ! তোদের দিয়ে কিচ্ছু হবেনা! দাঁড়া আমি দেখাচ্ছি’
তারপর চিৎকার করে বোলারদের বললেনঃ
‘দেখি কত জোরে ভাল বল করতে পারিস!’
৬ টা পেইস বলই করা হলো . . .
তামিম প্রতিটা বলে বোল্ড আউট হলেন!!

তারপর ঝাড়ি মেরে বাকিদের বললেনঃ
‘দেখলি তো? এইভাবে তোরা সবাই খেলছিলি! নে এখন ভালো করে খেল’ !!

সাথে এই কমেন্ট টাও দেখতে পারেন http://forum.projanmo.com/post490042.html#p490042


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles