সব কাজ করতে পারি ,কেবল একটা কাজ করতে গেলে আর পারিনা। সেটা হল চুল বাঁধা। ছেলেদের দেখলে ভীষণ হিংসা হয় যে ওদের চুল বাঁধা লাগেনা। আমি সব সময় ক্লাসে যেতে দেরি করি এই চুল বাঁধার জন্য।ভাবছেন কত বড় চুল? না বেশী না।তাও পারিনা।
বেলু হতে চাইছিলাম তাও পারলাম না লোকজন কি বলবে এই ভেবে।মা চুল কাটতে দেন না। বলেন, "মেয়েদের সৌন্দর্য হল চুল" । দেখুনত কি বিপদে আছি আমি।
তবে আমি ভালো রাঁধতে পারি। মানে লোকে বলে ।কোন এক জায়গায় পড়লাম যিনি রাঁধতে জানেন তিনি চুল ও বাঁধতে জানেন। কথাটা মানতে পারছিলাম না। তা একদিন ভার্সিটি যাবার সময় তাড়াহুড়ো করে চুল বাঁধলাম। অর্ধেক চুল বাঁধা আর অর্ধেক খোলা। আমাকে দেখে সবার হাসার কথা ছিল। কিন্তু উল্টা সবাই বলল ,"নাইস হেয়ারস্টাইল" । একজন বান্ধবী বলল,"কাল এক পার্টি আছে।আমাকে এভাবে বেধে দিস।"
তার মানে আমি চুল বাঁধতে পারি।এখন কার যুগে না বলে কিছু নাই ।