Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

ফার্স্ট ডে আ্যট স্কুল ও কিছু স্মৃতি

$
0
0

হঠাৎ ই আজ আমার স্কুল জীবনের প্রথম দিনের কথা মনে পড়ল।রোমাঞ্চকর সেই দিনের অনুভূতির কথা আপনাদের সাথে শেয়ার করলাম।ক্লাস ওয়ানে ভর্তির প্রথম দিনের কথা মনে রাখা হয়ত কঠিন।তাও মনে থাকলে আপনাদের নিজেদের সেই কথাও শেয়ার করুন।

স্কুলের নাম,"পলোগ্রাউন্ড স্কুল"।আমি যাচ্ছি আমার ফুপাতো বোন (আপু)-র সাথে স্কুলে ভর্তি হতে।ঐ স্কুলে এডমিশন টেস্ট নেওয়া হয়না।তাই সরাসরি গেলাম ক্লাস টিচারের কাছে।তিনি আমার "ফরিদা আপা"।বাঘ প্রিন্টের শাড়ি পরা,নাকের ডগায় চশমা,আর হাতে মোটা বেত।ভুরু কুঁচকে আমার দিকে তাকালেন,আপাকে দেখেই আমি লুকিয়ে গেলাম আমার আপুর পিছনে। সর্বনাশ!এই বাঘিনী ম্যাডামের ক্লাস কেমনে করব! আমার রোল নম্বর ২২। যাহোক,বুঝিয়ে সুঝিয়ে আপু আমাকে সেদিনের জন্য বাসায় নিয়ে এলেন। এরপরদিন আমার জ়ীবনের প্রথম ক্লাস।
প্রথম দিনে বান্ধবী পাতানো আমার জন্য কঠিন কিছু ছিলনা।ক্লাসের সবচেয়ে ছোট্ট মেয়েটা (টুম্পা) ২দিনেই আমার প্রাণপ্রিয় বান্ধবী হয়ে গেল।ফরিদা আপা আমাকে ২চোখের কোণায় দেখতে পারতেন না।কারণ,আমি তাঁর কাছে প্রাইভেট পড়তামনা।ফার্স্ট টার্মে ৩য় হলাম,আর আমার উপর ম্যাডামের আক্রোশ বাড়লো।একবার,"লালশাক পাতে তুলে দাও তার আগে" এই লাইনটা হোমওয়ার্ক করে আনি নাই।শিকার পেয়ে আমার উপর হামলা চালালেন তিনি।ওটা ও স্কুল লাইফের প্রথম বেতের বাড়ি।এভেবে প্রাইমারী পার।আপা শুধু প্রাইমারীর ক্লাস নিতেন।আমি এক স্কুলে ১০বছর পড়েছি।পরে ম্যাডামের সাথে আমার সম্পর্কটাও অনেক ভালো ছিল।প্রায়ই উনি আমাদের বাসায় আসেন।দেখে খুব মায়া হয়।এই মহিলাটি যদি বেত হাতে আমাকে শাসন না করতেন,তাহলে হয়ত কোনদিন ও আমি আজকের অবস্থায় আসতাম না।


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>