জয় হউক মেহনতি মানুষের.......
................কাজী ফাতেমা ছবি
...................................................
প্রতিদিনই শ্রম বেঁচে বাজারে
জীবন চালায় হাজারে হাজারে।
এই শহর ওই শহরে যত বড় বড় অট্টালিকা
তৈরীতে শ্রমজীবিদেরই বড় ভূমিকা।
নদীর উপর আছে যত ব্রীজ আর সেতু
খেটে খাওয়া মানুষগুলোও এসব বানানোরও হেতু।
হাসি মুখে দিয়ে দিয়ে শ্রম
জীবনটাই তাদের যেনো ভরা ভ্রম।
না পায় তারা শ্রমের উপযুক্ত মূল্য
বেঁচে থাকাটাই কঠিনের সমতূল্য।
জীবন নিরাপত্তাহীন সর্বত্র বিরাজে
ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হবে না বুঝি সহজে।
স্বার্থের চাকায় অসহায় মেহনতি মানুষ হচ্ছে পিষ্ট
দুবেলা খাওয়া আর জীবন চালাতে আজ তারা অতিষ্ঠ।
শ্রমিকের স্বার্থ রক্ষায় নেয়া হয় কর্মসূচি
হয়নি আজও তাদের অধিকার রক্ষা, স্বপ্ন হয় দেখানো সবই মিছামিছি।
মেহনতি মানুষদের নিয়ে তামাশা চলছে যুগ যুগ ধরে
আজ অবধি আলো ফিরে আসেনি তাদের ঘরে।
আঠারশ ছিয়াশির মে হতে আজও বয়ে চলে মৃত্যুর মাতম
জানি না কবে ফিরে পাবে শ্রমের মূল্য, নিরাপত্তা, কবে হবে কষ্টের খতম।
শ্রমজীবীদের জীবনের নিরাপত্তা হউক নিশ্চিত
সুখ ফিরে আসুক জীবনে তাদের কিঞ্চিত।
ন্যায্য পাওনা বুঝে পাক তারা সময়মতো
জয় হউক মেহনতি মানুষ আছে যত ।
———-——— -—————- ———-———
সব শ্রমজীবীদের উৎসর্গ
মোবাইলে টাইপ এবং মোবাইলে পোষ্ট
ভুল ত্রুটি মার্জনীয়.......