এ তো দেখি ল্যাঠা চরম
চারিদিকের লেজের বাস,
গোবর-পচা মাখামাখি
বদ-বু ভারী , রুদ্ধ শ্বাস !!
এতো কিছু বদলে গেলো
তোমরা ভায়া কেমন চীজ !
আজো চিবোও কাঠাল-পাতা
একটু ও নও উনিশ- বিশ !
ভণ্ডামিটা ক্যান করো ভাই
তোমরা কি গো ওহী-ধর ?
তোমার কাঁধে কে সঁপেছে
ধর্ম- ধ্বজা ; ধর্ম চোর !
আমরা জানি আমরা যে কি
আমার ধর্ম আমার ঠায়!
তোর মুখোশের আড়ালে কি
এ খবর তো গোপন নাই !!
মাগনা দিলাম এ উপদেশ
এখনই ক্ষণ , ক্ষ্যান্ত যাও ,
নইলে আবার তালাশ হবে
নাম পরিচয়, বাপ মাও !!