কি সত্য কি তথ্য?
কে দেয় তথ্য?
নানান মণি নানান মন,
তথ্য দেয় মন্ত্ররীগণ।
সঠিক তথ্য পাই কয়?
যেখানে যায় সেখানেই-
মিডিয়ার হৈ চৈ,
সঠিক তথ্য দেয় কয়?
এই করেঙ্গা সেই করেঙ্গা,
সত্য গুলো গায়েব করেঙ্গা।
তথ্য আইনে কত্ত কথা,
বন্ধ করে অযাথা।
স্বাধীন আমরা বাংলা ভাষায়,
কথা কয়লে গা জ্বালায়।
ক্ষমতার বরাই বড্ড,
আঁধারেতে চালাই গুলি,
লাথি মারি সারি সারি।
ওরাই নাকি জঙ্গি বাদি?
তোরাই তাহলে কি?
↧
কি সত্য কি তথ্য?
↧