Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

"বিচিত্রা" - রবীন্দ্রনাথের সকল রচনার বিভিন্ন পাঠ্যরূপ

$
0
0

রবিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বৈদ্যুতিন রবীন্দ্র রচনা সম্ভার ‘বিচিত্রা’র উদ্বোধন করেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অনুদানে, অধ্যাপক সুকান্ত চৌধুরীর তত্ত্বাবধানে তৈরি হয়েছে এই ‘বিচিত্রা’৷ যার উপদেষ্টা কবি শঙ্খ ঘোষ৷ রাষ্ট্রপতির সঙ্গে অনুষ্ঠানে একই মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং ব্রাত্য বসু৷ বৈদ্যুতিন এই রবীন্দ্র রচনা সম্ভার ‘বিচিত্রা’য় রয়েছে লক্ষেরও বেশি পাতা৷ ৯১,৬৩৭টি পাতা জুড়ে রয়েছে পত্রিকা এবং বইয়ে মুদ্রিত প্রামাণ্য পাঠ্য৷ ৪৭ হাজার ৫২০ টি পাতায় রয়েছে প্রায় সব রবীন্দ্র পাণ্ডুলিপি৷ কোনও লেখক, কবি বা সাহিত্যিকের এত বিপুল সংখ্যক সৃষ্টি বৈদ্যুতিনে প্রকাশ গোটা বিশ্বে এই প্রথম৷

খবরের লিঙ্ক

"নির্ঝরের স্বপ্নভঙ্গ" রবীন্দ্রনাথের কিশোর বয়সে লেখা একটি বিখ্যাত কবিতা। কিন্তু সমস্যা আছে এর পাঠ্যরূপ নিয়ে। রবীন্দ্রনাথ প্রায় সারা জীবন ধরেই এই কবিতাটিকে নিয়ে কাটা-ছেঁড়া চালিয়ে গেছেন। আমরা যেটা রবীন্দ্র-রচনাবলীতে পড়ি সেটা হল সর্বশেষ ভার্সান। বাকি পাঠ্যরূপ গুলো মূলত এতদিন গবেষকদের আয়ত্ত্বে থাকলেও সাধারণ মানুষের হাতের নাগালে ছিল না। এছাড়া "অচলায়তন" নাটকটির বিভিন্ন ভার্সানে তো রবীন্দ্রনাথের বিভিন্ন সময়কার মনোভাব ধরা পড়েছে। খালি সর্বশেষ ভার্সানটি পড়লে সেসবের খবর পাঠকের কাছে অজানাই রয়ে যায়।

রবীন্দ্রনাথের সব লেখার প্রামাণ্য পাঠ্যরূপগুলি নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অসাধারণ প্রোজেক্ট "বিচিত্রা" অনলাইনে প্রকাশিত হল।

বিচিত্রা প্রোজেক্ট নিয়ে একটি ছোট ভিডিও প্রদর্শনী:

[video (flash player not installed)]


বিচিত্রা ওয়েবসাইট

http://bichitra.jdvu.ac.in/


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>