মাননীয় ফোরাম কর্তৃপক্ষ্য,
আমি আপনাদের সম্পর্কে একপেশে, অনিরপেক্ষ ইত্যাদি ভাড়ি ভাড়ি শব্দ ব্যবহার করায় আপনারা ব্যথিত হয়েছিলেন।
আমি ফোরামের নিয়ম একাধিক বার ভঙ্গ করেছি বিধায় আমাকে সাময়িক শাস্তি স্বরূপ নিষিদ্ধ করেছেন। আমার তাতে কোন আপত্তি থাকা উচিৎ না কারণ দোষ আমার। কিন্তু আমি কী আপনাদের কাছে ভিক্ষে চেয়ে প্রজন্মে প্রবেশাধিকার ফিরে পেয়েছি?
নাকি আমাকে দয়া করা হয়েছে?
নাকি আমার উচিৎ চিরতরে প্রজন্ম ফোরাম কে সালাম জানানো?
হয় আমার প্রশ্নের উত্তর দিন আর না হয় আমার ফিরে আসার পর পরই যার তেলে বেগুনের জ্বালা ধরেছে তাকে লক্ষ্য করুন।
আমি আপনাদের দায়িত্বে কখনো হস্তক্ষেপ করিনি। আমার প্রশ্নের উত্তর আপনারা আপনাদের মতই দিয়েছেন। আমাকে বলেছেন আপনাদের কাজের বিষয়ে নাক না গলাতে। তবে আমি কি আপনাদের কাজে নাক গলিয়েছিলাম?
সেভারাস আর আমার ব্যক্তিগত সমস্যার ইতিহাস ঘাটার সময় আপনার বা আপনাদের নাই। তবে তার একটি গোপন বার্তা অন্তত দেখার সময় টুকু আপনাদের হবে আশা করি।
ভালো হইতে টাকা লাগে না
এটি আমাকে আজ রাত ২:১৭ তে পাঠিয়েছে সে।
আপনাদের কথা অনুযায়ী সে ফোরামের কোন নিয়ম ভঙ্গ করে না। তবে এটা কি?