ল্যাপটপ কিনতে চাই, বাজেট ম্যাক্সিমাম ৬৫০০০ টাকা। সনি ভায়ো বা এইচপি প্রেফার করবো। পছন্দের কনফিগারেশনে আইবিএম বা তোশিবা হলেও চলে।
ইপ্সিত কনফিগারেশনঃ
কোর আই ফাইভ প্রসেসর
৪ জিবি র্যাম
৫০০+ হার্ডডিস্ক
১ জিবি গ্রাফিক্স কার্ড।
ইউকে থেকে আনাতে পারবো। কিন্তু শুনেছি ওখানে ইলেক্ট্রোনিক্স এর পণ্যে বেশ ভ্যাট দিতে হয়। সবার থেকে সাজেশন আশা করছি। সনি ভায়ো সব চেয়ে প্রেফারেবল।