Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

এন্ড্রয়েড ফোন মেমোরী সমস্যা

$
0
0

আমি ওয়াল্টন প্রিমো জি-২ এন্ড্রয়েড ফোন ব্যবহার করছি প্রায় ৪ মাস ধরে। পারফর্ম্যান্স মোটামুটি ভালই। আমি মোবাইলে কল করা ছাড়া বেশিরভাগ সময় ই-বুক পড়া এবং ব্রাউজিং করি। মাল্টিমিডিয়া বেজ কাজ তেমন করা হয় না। অফিসের পর হাতে তেমন সময়ও পাই না।

একটা ছোট সমস্যা রয়েছে। ইউজার এভেইলেবল মেমোরী/Ram হচ্ছে ৫১২ মেগার ভিতরে ৩৮৪ মেগাবাইট। এর ফলে বেশ কিছুক্ষন ধরে ব্রাউজিং করলে অপেরা মিনি/ ডলফিন ইত্যাদিতে প্রোগ্রাম হঠাৎ করে বন্ধ হয়ে যায় যা বেশ বিরক্তিকর। বিষয়টি আমি ধরতে পেরেছি Memory Bar Simple নামে একটি এপ্লিকেশন ব্যবহারের পর। এটি স্ক্রিনের উপরের দিকে সবসময় এভেইলেবল মেমোরীর পরিমান প্রদর্শন করে থাকে। অপেরা মিনি ব্যবহারের সময় প্রায়ই এভেলেবল মেমোরী যখন ২০/২৫ মেগাতে নেমে যায় তখনই প্রোগ্রাম ক্রাশ করে। ডলফিন ব্রাউজারের ক্ষেত্রেও একই সমস্যা । তবে সেটি ঘনঘন করে না।

গতকাল আমার এক কলিগকে সিম্ফোনীর নতুন এন্ড্রয়েড সেট ডব্লিউ ৩৫ কিনে দিয়েছি। সেটিতে আমার মতই মেমোরীর পরিমান ৫১২ মেগাবাইট। কিন্তু এভেলেবল মেমোরী ৪৭৪ মেগাবাইট। আমার এন্ড্রয়েড ভার্সন ৪.০.৪ এবং  ডব্লিউ ৩৫ এ ভার্সন হচ্ছে ৪.১.০।

আমার সেটে খুব ছোট ছোট বেশ কিছু সফটওয়্যার ব্যবহার করি যদিও ব্যাকগ্রাউন্ডে সেগুলি রান করতে দেই না। তারপরও সেটে মাত্র ১৫০-১৭৫ মেগার মত মেমোরী আনইউজড থাকে বুট করার পর। ফোন স্টোরেজ ২ গিগাবাইট যার মধ্যে ৪৭৪ মেগা ব্যবহৃত। এসডি কার্ড ৮ গিগাবাইট যার মধ্যে ৩ গিগা ব্যবহৃত।
এখন এটিতে এন্ড্রয়েড ওএস আপগ্রেড করলে কি এভেইলেবল মেমোরী বাড়বে? নাকি ফোন রুট করে সোয়াপ মেমোরী অপশন এনাবল করবো?

অভিজ্ঞদের মতামত আশা করছি।


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>