ক্যামেরা নিয়ে আমি এর আগেও পোস্ট দিয়েছি অবশেষে দিনক্ষন ঠিক ক্যামেরা কিনার।নিজের অনেক কষ্টের টাকা দিয়ে কিনব তাই একটু বেশী সতর্ক।আমার বাজেট সর্বোচ্চ ৫০০০০ টাকা।সবকিছু দেখে ডি ৫১০০ এবং ডি ৩২০০ এর মধ্যে একটা কিনব বলে সিদ্বান্ত নিলাম।আপনারা কি বলেন।আপনাদের মতামত চাচ্ছি।
↧