Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

একটা ইফতার পার্টির গল্প

$
0
0

ছোট্টবেলার বন্ধুগুলো,
দুই যুগ পর হইল দেখা,
এই চেহারা চিনতাম কি?
যেতাম যদি সেথায় একা;

আগের মত হুল্লোড়ে সব,
ছুটলো বাচাল কথার খৈ,
কার মাথা টাক, কার যে ভুড়ি,
চলছে খোঁচার যে হৈ চৈ।

এই মিলনে একলা সবে,
সংসার যে নাই সাথে,
একত্রে তাই বুদ্ধি আঁটি,
পিকনিক এক সামনেতে।

টেকনোলজির এই যুগেতে,
ব্যাস্ত যতই থাকুক সব,
মোবাইল থেকেও এক খোঁচাতে,
তুলতে পারে স্ট্যাটাস রব।

এবার থেকে ফী-বছরেই,
মিলবো সবে একসাথে,
গুল্লি মারি কাজের চাপা,
মনটা যে ফ্রেস হয় তাতে।


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles